দৈনিক ফেনীর সময়

ফেনীতে কোটাবিরোধী বাম জোটের মানববন্ধনে হামলা, মারধর

ফেনীতে কোটাবিরোধী বাম জোটের মানববন্ধনে হামলা, মারধর

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারদাবীতে মানববন্ধনকারীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মী ও মুক্তিযোদ্ধার সন্তানরা। তারা মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নিয়ে মারধর করেন। বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোটা সংস্কারের দাবীতে ঢাকা বিশ^বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার দাবীতে দুপুর ১টার দিকে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে বাম গণতান্ত্রিক জোট। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী দলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য নয়ন পাশা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজনিন সুলতানা, সংগঠক মোবারক জামশেদ, নারী মুক্তি কেন্দ্রের সদস্য সুফিয়া আক্তার ডলি, সংগঠক রায়হানে কুৃমুর প্রমুখ। বক্তব্য চলাকালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের জেলা সভাপতি মফিজ উদ্দিন মুন্না ও সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেনের নেতৃত্বে ১৫-১৬ জন যুবক মানববন্ধনে হামলা চালিয়ে ব্যানার কেড়ে নেয়। হাতাহাতির একপর্যায়ে মানববন্ধনকারীদের মারধর করা হয়। এসময় পুলিশ সদস্যরা হামলাকারীদের নিবৃত্ত করে।

বাসদ নেতা জসিম উদ্দিন জানান, জনগনের অর্থে পরিচারিত পুলিশ বাহিনীর উপস্থিতিতে মানববন্ধনে হামলা চালিয়ে বেদড়ক মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে তার নাক ফেটে যায়। নারী সদস্যদেরও তারা মারধর করে।

সুফিয়া আক্তার ডলি জানান, শান্তিপূর্ণ উপায়ে মানববন্ধন চলছি। ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ধারীর বাম জোটের নেতাকর্মীদের হামলা চালিয়েছে। তারা পুলিশের উপর চড়াও হয়েছে। দেশের জনগন কী বানের জলে ভেসে এসেছি।

ফেনী মডেল থানার ওসি মো: রহুল আমিন জানান, হামলার বিষয়টি সঠিক নয়। দুই পক্ষ মুখোমুখি হওয়ার সময় পুলিশ তাদের সরিয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!