দৈনিক ফেনীর সময়

‘ফেনীতে চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে’

‘ফেনীতে চক্রান্ত-ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে’

নিজস্ব প্রতিনিধি :

ফেনী পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী জাতি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে। তিনি জীবন-যৌবন দেশের মানুষের জন্য ব্যয় করেছেন। তাকে দমাতে না পেরে অনেক নির্যাতন সইতে হয়েছে, কারাভোগ করেছেন। তিনি বাঙালীর জাতির বেঈমানী করেন নাই। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। ঘাতকদের হাত থেকে শিশু রাসেলও রেহাই পায়নি। পৃথিবীর কোন দেশে এ ধরনের নিকৃষ্টতম হত্যাকান্ড হয়নি। আগস্টের ষড়যন্ত্রকারীরা এখনো ঘাঁপটি মেরে আছে। তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড ছুঁড়েছে।

বুধবার বিকালে পৌর যুবলীগের আয়োজনে শোক দিবস উপলক্ষ্যে অতিথিবৃন্দ এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি আয়নুল কবির শামীম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব।

পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, সদস্য গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফ, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, বর্তমান সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার, পৌর যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল তায়হান, শওকত আলম সৈকত, যুগ্ম-সাধারণ সম্পাদক হেমায়েত উল্যাহ সাব্বির প্রমুখ।

সভায় নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, স্বাধীনতা বিপক্ষের শক্তিরা আগস্ট এলে ষড়যন্ত্র করার জন্য লিপ্ত থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সারাদেশের মতো ফেনীতেও সবাই শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে যারা চক্রান্ত-ষড়যন্ত্র করবে তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে। এখন থেকে পাড়া-মহল্লা সহ সর্বত্র জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে।

সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!