fenirshomoy logo black


নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে সর্বস্তরের ফেনীবাসী। শনিবার সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহিম, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক ভূঁইয়া, খেলাফত মজলিসের সভাপতি মোজাফফর আহমদ, এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক, ডিবিসি প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টেলিভিশনের সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ড্যাব ফেনীর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল, এনডিএফ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক ও অ্যাডবোকেট মনসুর আবদুল্লাহ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, জেলা প্রাইভেট ডায়াগনস্টিক হাসপাতালের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হুমায়ুন, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লাহ, দৈনিক ফেনীর সময় সাহিত্য সম্পাদক বকুল আকতার দরিয়া, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, ‘ফেনী সকল কিছু থেকে অবহেলিত। গত ১৭ বছর ফেনী ভালো কিছু পাইনি। ফেনীর একজন সাবেক প্রধানমন্ত্রী থাকার পরও ফেনী কিছু পাইনি। শুধুমাত্র খালেদা জিয়ার জেলা বলে সবকিছু থেকে ফেনীকে বঞ্ছিত করা হয়েছে। একটা বেসরকারি মেডিকেল কলেজ হয়েছিল, সেটাকে বিগত সরকারের দালালরা জ্বালিয়ে দিয়েছে। উন্নয়নের নামে তারা সবকিছু ধ্বংস করেছে।


তারা আরও বলেন, ‘আমরা চাই, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে তিনটা হাসপাতাল বাংলাদেশে হচ্ছে তার একটা আমরা ফেনীতে চাই। এ অন্তবর্তীকালীন সরকার ইচ্ছে করলে এখানে একটা হাসপাতাল দিতে পারে। এ অঞ্চলের সব জেলার মধ্যখানে ফেনী জেলা। এখান থেকে যাতায়াত সহজ। সবাই এখানে এসে চিকিৎসা নিতে পারবে। আশপাশের সব জেলার লোক এখানে এসে চিকিৎসা নিতে পারবে। অনেকে অসুস্থ হলে সাথে দূওে কোথাও নিতে নিতে মৃত্যুর মুখে পড়ে। আমরা চাই সকল দু:খ-দুর্দশা থেকে মুক্তি পেতে ফেনীতে এই চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবী জানাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!