নিজস্ব প্রতিনিধি :
একসঙ্গে আড্ডা। পলিথিনে মোড়ানো নেশাজাতীয় গামে আসক্ত তারা। ফেনী শহরের বাসা-বাড়ি ও দোকানপাটে চোরাই সিন্ডিকেটে জড়িয়ে পড়ছে একশ্রেণির শিশু-কিশোর। তারা বিভিন্ন স্থান চুরি করা সেসব মালামাল কম দামে কিনতো তিনজন। রবিবার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মালামাল সহ ৪ শিশু-কিশোর সহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, চোরচক্রের মূল হোতা নোয়াখালীর কবিরহাট থানার গাজীরবাগ গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুল মতিন সাগর (৩০) ও ফেনী শহরের স্টেশন কোয়ার্টারের মো: হাশেম বেলালের ছেলে মো: মেহেদী হাসান বাবলু (২০) কে গ্রেফতার করা হয়। এরপর একেএকে গোয়েন্দা জালে ধারা পড়ে ৯ জন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো- নাজির রোডের লিটনের ছেলে মো: মেহেদী হাসান (১০), সহদেবপুর এলাকার নুর আলমের ছেলে মো: ফারুক (১১), একাডেমী বিদ্যানিকেতন এলাকার তোতা মিয়ার ছেলে মো: তৌহিদ (১০), চৌদ্দগ্রামের আলকরা এলাকার কোরবান আলীর ছেলে মো: হান্নান (৪০), উত্তর ছনুয়া এলাকার মৃত মোমিনুল হকের ছেলে এনামুল হক (৪৮), কুমিল্লার কোতয়ালী থানার ঝাকুনি পাড়ার মৃত আবুল সাত্তারের ছেলে মো: জহিরুল ইসলাম (৪৫), গোপালগঞ্জ জেলার কালিকাবাড়ী এলাকার সুলতান মোল্লার ছেলে মো: জাহাঙ্গীর মোল্লা (৪৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি সিম্পোনী ডি৭৮ মোবাইল, একটি সিম্পোনী জেড৩২, একটি রেডমি মোবাইল ফোন, একটি কালো রংয়ের মাঝারি সাইজের টর্চলাইট, একটি মেগা, ডিজিটাল স্কেল, একটি সিটি, ডিজিটাল স্কেল, দুটি ড্রিল মেশিন, একটি পুরাতন পেডরোলো মেড ইন ইতালি, ভিন্ন ভিন্ন কালার ও সাইজের চৌদ্দ কেজি বৈদ্যুতিক তার, একটি লুকাস ব্যাটারী উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো: কুতুবউদ্দিন জানান, এ বিষয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুক জানান, চোর চক্রের সদস্যদের ধরতে গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো জড়িতদের তথ্য পাওয়া যাবে।