নিজস্ব প্রতিনিধি :
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি। বৈরি আবহাওয়া উপেক্ষা করে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে ছুটে এসেছেন এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। সকাল ১০টার নির্ধারিত সময়ের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফেনী সরকারি কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ মিলনায়তন। তাদের হাতে যখন ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয় তখন তাদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের পদচারণায় কলেজ আঙ্গিনা উৎসবের আমেজে পরিণত হয়।
শুক্রবার সদর উপজেলার ৮শতাধিক ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয় ফেনী জেলা ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহমেদ তপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ দেলাওয়ার হোসেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক একরামুল হক ভূঁইয়া, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিলা রানী শিমু, ফাজিলপুর ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, অভিভাবক সৈয়দ গোলাম ফারুক, সংবর্ধিত শিক্ষার্থী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএম মাহতাব উদ্দিন, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত নাজোয়া।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের পরিচালনায় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭১৭ জন এবং পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও গাছের চারা তুলে দেয়া হয়। এসময় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত সেরা প্রতিষ্ঠান ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পুরস্কার প্রদান করা হয়।