দৈনিক ফেনীর সময়

ফেনীতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

ফেনীতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

শহর প্রতিনিধি :

তীব্র তাপদাহে দেশবাসীকে রক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি ফেনীতে শুরু হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় মঙ্গলবার জেলার ৬ উপজেলায় একযোগে এ কর্মসূচী পালন করা হয়। ফেনী সরকারি কলেজের বধ্যভূমি সংলগ্ন মাষ্টারপাড়া-স্টেশন রোডের সংযোগ সড়কে বৃক্ষরোপন করে জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ তপু জানান, বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে ফেনী জেলার ৬ উপজেলায় ২ হাজার গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়। তীব্র তাপদাহ থেকে বাঁচতে এবং টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপণ করা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!