দৈনিক ফেনীর সময়

ফেনীতে জনশুমারি-গৃহগণনার তথ্য সংগ্রহে মাঠে ৩ হাজার কর্মী

ফেনীতে জনশুমারি-গৃহগণনার তথ্য সংগ্রহে মাঠে ৩ হাজার কর্মী

নিজস্ব প্রতিনিধি :

‘জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে (১৫-২১) জুন সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় ফেনীতে আজ বুধবার থেকে শুরু হয়েছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এবারই প্রথম তথ্য সংগ্রহকারীরা ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে প্রত্যেকের তথ্য সংগ্রহ করছেন। জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করনের লক্ষ্যে জেলায় এ কাজে নিয়োজিত সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

জেলা পরিসংখ্যান অফিস সূত্র জানায়, দেশের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে জনশুমারিতে দেশে বসবাসরত সকলের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এছাড়া স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের তথ্য সরবরাহসহ জাতীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য জনশুমারি ও গৃহগণনার তথ্য মূখ্য ভূমিকা পালন করবে। শুমারিতে বাংলাদেশে অবস্থানরত সকল দেশী ও বিদেশী নাগরিক এবং ছয় মাসের কম সময়ের জন্য সাময়িকভাবে বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিক শুমারিতে অন্তর্ভূক্ত হচ্ছেন।

জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের জেলা কার্যালয়ের উপ-পরিচালক গৌতম কৃষ্ণ পাল ফেনীর সময় কে বলেন, প্রথমবারের মত এবার ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনার তথ্য সংগ্রহ শুরু হয়েছে। জেলায় তথ্য সংগ্রহ কার্যক্রমকে সফল করার লক্ষ্যে ফেনীর ৬ উপজেলার ৪৩টি ইউনিয়ন ও ৫টি পৌরসভাকে ৩৩টি জোনে ভাগ করে শুমারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ৩৩টি জোনে ৫৭৪ জন মাঠ সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ৩৩ জন জোনাল অফিসার কাজ করছেন। তাদের অধীনে ৩৩ জন আইটি সুপারভাইজার, ৩ হাজার ২শ ৮৯ জন তথ্য সংগ্রহকারী হিসেবে মাঠে নিয়োজিত রয়েছেন। ১ জন জেলা শুমারী সমন্বয়কারীর নেতৃত্বে ৩ জন উপজেলা শুমারী সমন্বয়কারী দায়িত্ব পালন করছেন।

গৌতম কৃষ্ণ পাল আরো বলেন, জনশুমারি ও গৃহগণনায় মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করতে প্রতিটি এলাকায় পোষ্টার লাগানো, লিপলেট বিতরণ করাসহ পুরো জেলায় মাইকিং চলমান রেেছ। জনশুমারি ও গৃহগণনার কাজে নিয়োজিতদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি জেলার সকল বাসিন্দাদের প্রতি অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!