fenirshomoy logo black


নিজস্ব প্রতিনিধি :

‘দ্বন্ধে কোন আনন্দ নাই, আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ নানা আয়োজনে উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা লিগ্যাল এইড কমিটি ফেনী জেলার আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। গ্র্যান্ড সুলতান পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় দায়রা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা: সিরাজুদ্দৌলাহ কুতুবীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ফেনীর বিচারক এ.এন.এম মোরশেদ খান।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল এলাহী, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাঈদুর রহমান।

সহকারী জজ সবুজ ইসলাম ও সাথী হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মো. মীর মোশাররফ হোসেন মানিক, সিনিয়র আইনজীবী ইব্রাহিম ভূঁইয়া, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আমির খসরু প্রমুখ।

এসময় ২০২৪ সালে কর্মদক্ষতার বিবেচনায় অ্যাডভোকেট কাজী মো. শাহজালাল প্রথম, অ্যাডভোকেট আব্দুল আহাদ ভূঞাকে দ্বিতীয় ও অ্যাডভোকেট আব্দুস ছাত্তারকে তৃতীয় শ্রেষ্ঠ বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা দেয়া হয়।

সিরাজুদ্দৌলা কুতুবী বলেন, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস আমাদের সমাজের দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগণের প্রতি আমাদের আইনগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয়। আমাদের সংবিধানে উল্লেখ আছে, আইনের চোখে সবাই সমান। এ জায়গা থেকে আমাদের কাজ করে যেতে হবে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিজ সমাজ গঠনের পথেই আমাদের অগ্রসর হতে হবে।’

সভায় জানানো হয়, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!