অনলাইন ডেস্ক
ফেনী শহরের টাইলস দোকান মালিক সমিতির নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ সমিতির কার্যালয়ে ৫১ সদস্যদের ভোট প্রয়োগের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে নির্বাচিত হন মিল্লাত টাইলস গ্যালারীর সত্ত্বাধিকারী সাইদুল মিল্লাত, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন দিদার টাইলস এন্ড সেনেটারীর সত্ত্বাধিকারী দিদারুল আলম ভূঁইয়া।
এছাড়াও সহ-সভাপতি পদে নিউ ফ্যাশন এজেন্সীর সত্ত্বাধিকারী আবুল হাসেম ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা টাইলসের সত্ত্বাধিকারী হারুনুর রশিদ রুবেল, কোষাধ্যক্ষ হাসান টাইলস গ্যালারী সত্ত্বাধিকারী হাসান মাহমুদ, প্রচার সম্পাদক ফেনী টাইলসের সত্ত্বাধিকারী জাহিদুল হক রুবেল, দপ্তর সম্পাদক রূপসী টাইলসের সত্ত্বাধিকারী মোঃ এমদাদ উল্যাহ ও সদস্য পদে রিজভী আহাদ, মনিরুজ্জামান আবির হোসেন ভূঁইয়া, জিয়া উদ্দিন ভূঁইয়া সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার ছিলেন রূপালী এজেন্সীর সত্ত্বাধিকারী প্রফেসর আলাউদ্দিন, এশিয়া টাইলসের সত্ত্বাধিকারী মাওলানা জাহাঙ্গীর আলম ও ব্রাদাস টাইলসের সত্ত্বাধিকারী আমির হোসেন ভূঁইয়া। তারা জানান ভোটাধিকার প্রয়োগে কোন অনিম হয়নি। এক্ষেত্রে ভোটারদের মাঝে উৎসবমুখর পারিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।