নিজস্ব প্রতিনিধি : ফেনী একাডেমী রংধনু ক্লাবের আয়োজনে টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের গিরিশ-অক্ষয় একাডেমী স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় নূর এন্ড আপনান একাদশ চ্যাম্পিয়ন এবং টিম ভেলকা একাদশ রানার্সআপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবীবুল্লাহ মানিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তপন কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সহ-সভাপতি বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, জেলা ছাত্রদলের সভাপতি এস.এম সালাহ উদ্দিন মামুন, শহর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারী। একাডেমী রংধনু ক্লাবের এর আয়োজনে ফেনী পৌর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামুল হক ভূঞার সভাপতিত্বে সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী জেলা যুবদলের সাবেক সদস্য আ.ন.ম ছালে জহুর তানিম। শেষে ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়।