নিজস্ব প্রতিনিধি :
বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে ফেনীতে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ ডায়রিয়া, আমশা, পেটে ব্যাথা, জ্বর, নিওমোনিয়া ও চর্মরোগ। রোগীর চাপ সামলাতে ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় তিনটি ওয়ার্ড চালু করা হয়েছে।
সরেজমিন ফেনী জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যার সংকটের কারণে ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই। মঙ্গলবার থেকে নতুন ভবনের ৬ তলায় ডায়রিয়া রোগীদের চিকিৎসায় নতুন করে তিনটি ওয়ার্ড চালু করা হয়েছে। এখানে ৫২ শয্যার বিপরীতে ১৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। পুরাতন ভবনের শিশু ওয়ার্ডেও ২৬ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন শতাধিক। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতাল আঙিনা ও বাহিরে গাছতলায় বিছানা পেতে খোলা আকাশের নিচে চিকিৎসা নেয়া রোগীরা নতুন ভবনের মেঝে ও বারান্দায় ঠাঁই পেয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. আসিফ ইকবাল বলেন, বন্যা পরবর্তী সময়ে ফেনীতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে বাড়তি ৫২ শয্যার তিনটি ডায়রিয়া ওয়ার্ড চালু করা হয়েছে। অতিরিক্ত রোগীর বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সহযোগিতা চেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মেডিকেল টিম দেয়া হয়েছে। তারা আজ বুধবার থেকে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করবে।