দৈনিক ফেনীর সময়

ফেনীতে ডিএইচএমএস এর মানববন্ধন ও স্মারকলিপি

ফেনীতে ডিএইচএমএস এর মানববন্ধন ও স্মারকলিপি

শহর প্রতিনিধি :

ফেনীতে হোমিওপ্যাথিক চিকিৎসক ডিএইচএমএস এর উদ্যোগে ডক্টরস রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনী জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক ডিএইচএমএস এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী এম রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: শহীদুল হক ও অধ্যাপক ডা: আশুতোষ নাথের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে বিভিন্ন দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে সংগঠনের উপদেষ্টা ডা: মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি ডা: আবদুল মান্নান, ডা: দুলাল চন্দ্র দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ডা: বিমল চন্দ্র বণিক, ডা: শাহাদাত হোসেন, ডা: মাইফুল আক্তার জাহান, সদস্য ডা: তপন দেবনাথ, ডা: নিম্মুল দেবনাথ, ডা: আবুল হোসেন মজুমদার, ডা: বিকাশ চন্দ্র দাশ প্রমুখ উপস্থিথ ছিলেন।

সংগঠনের সভাপতি ডা: শহীদুল হক জানান, স্মারকলিপিতে সরকারি রেজিস্ট্যার্ডকৃত ডিএইচএমএস ডিগ্রিধারী হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরকারি স্বাস্থ্য বিভাগে চাকরীর ব্যবস্থা, সরকারিভাবে উচ্চ শিক্ষার ব্যবস্থা, জাতীয় সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসা আইন ২১ পাশ করা সহ বেশ কয়েকটি দাবী উপস্থাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!