দৈনিক ফেনীর সময়

ফেনীতে তিন কৃষকের ২ একর জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

ফেনীতে তিন কৃষকের ২ একর জমির ধান কেটে দিলো ছাত্রলীগ

সদর প্রতিনিধি :

ফেনীতে চলতি বোরো মৌসুমে তিন কৃষকের প্রায় ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার সংগঠনটির জেলা সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচীতে অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের শ’খানেক নেতাকর্মী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়য়নের ৪নং ওয়ার্ড কাটা মোবারক ঘোনা এলাকায় কৃষকের জমির ধান কাটতে নামেন। তারা তিন কৃষকের ২ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন। ধান কাটা কর্মসূচীতে তপু-জাবেদ ছাড়াও ফেনী সরকারি কলেজ শাখা সভাপতি নোমান হাবিব, সদর উপজেলা সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর সভাপতি কাজী নিজাম উদ্দিন শুভ, সাধারণ সম্পাদক আবুল হাছনাত তুষার, ফরহাদনগর ইউনিয়ন সভাপতি আবদুল মান্নান রাসেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল প্রমুখ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, এই কর্মসূচী পুরো বোরো মৌসুমে চলবে। জেলার একপ্রান্ত থেকে আরেক প্রান্তের কৃষকরা খবর দিলেই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে। শ্রমিক সংকটে ধান কাটতে না পারা কৃষকদের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগের আহবানে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ জানান, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগ নিরবিচ্ছিন্ন ও নিরলস ভূমিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!