দৈনিক ফেনীর সময়

ফেনীতে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ

ফেনীতে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি :
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে পহেলা বৈশাখে বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজন নিয়ে প্রস্তুত ফেনী। দীর্ঘদিন পর এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বছরের প্রথমদিন উৎসবমুখর রাখতে নাম দেয়া হয়েছে আনন্দ শোভাযাত্র। প্রতিবছরের মতো এবারও ২৫ থেকে ৩০টি সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে মুখরিত করে তুলবে শহর। প্রতিবারের মতো এবারও মূল আকর্ষণ থাকবে আনন্দ শোভাযাত্রা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ সোমবার সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরে সেখান থেকে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হবে। সেখানে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। মেলায় প্রায় ৪০টি স্টল অংশ নেবে।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা সহ নববর্ষের সব আয়োজন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন জানান, পহেলা বৈশাখের শোভাযাত্রা আনন্দমুখর করতে সব মানুষের অংশগ্রহণ থাকবে। শোভাযাত্রা ও মেলায় দেশীয় তৈরি বিভিন্ন পণ্য ও গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে। এছাড়া সব সৃজনশীলতা একসঙ্গে জ্বলে উঠবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এদিন কারাগার ও হাসপাতালে বাংলা খাবার পরিবেশনসহ শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়।
জাসাস ফেনী জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান জানান, নববর্ষ উদযাপনে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অতীতের যেকোন সময়ের চেয়ে এবারের আয়োজন বেশি উৎসবমুখর হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!