fenirshomoy logo black

শ্রমিকদের স্বার্থে যারা আঘাত করে তারা বন্ধু নয় -জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি :


ফেনী জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন নানা আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে জেলা প্রশাসকের কার্যালয় বর্ণাঢ্য র‌্যালী বের হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক শরীফ মোহাম্মদ আজাদ, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, এডভোকেট সমীর কর, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ, ইসলামিক শ্রমিক আন্দোলনের সম্পাদক শেখ মোহাম্মদ মিয়াজী, নিরাপদ সড়ক আন্দোলন ফেনীর সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।
সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, ‘শ্রমিকদের স্বার্থে যারা আঘাত করে তারা আমাদের বন্ধু নয়। শ্রমিকদের জন্য আমাদের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার কোন কমতি নেই। শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আমরা সকলে কাজ করবো। ১ মে দিনটি একটি ইতিহাস, শ্রমিকদের সম্মান, প্রাপ্য মজুরী, নায্য অধিকার আদায়ের দিন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!