দৈনিক ফেনীর সময়

ফেনীতে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

ফেনীতে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

সময় রিপোর্ট :

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতীর আত্মাহংকারে গর্জে ওঠার দিন। মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা অটুট ও অক্ষুন্ন রাখতে আবার নতুন করে শপথ নেয়ার দিন। শোষণ ও বৈষম্যের কাছে নত না করার দিন। নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র লড়াইয়ের পর ১৯৭১ সালে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্বমানচিত্রের বুকে স্থান করে নিয়েছে যে বাংলাদেশ নামের দেশ, তা কোনো দিন আর মুছবার নয়। জাতি হিসেবে আমাদের গর্ব ও অহঙ্কার করার মত যে ক’টি দিন আছে তার মধ্যে সেরা এই দিন। জীবনের মায়া উপেক্ষা করে যেসব বীর সেনানী সে দিন দেশমাতৃকার টানে অস্ত্র হাতে লড়াই করে জীবন দিয়ে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে গেছেন, জাতি আজ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে।

ফেনী জেলা পুলিশ

এ উপলক্ষে সারাদেশের ন্যায় ফেনীতেও নানা কর্মসূচি পালিত হচ্ছে। সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক সাইফুল ইসলাম এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে জেলা পুলিশ পুস্পস্তবক অর্পন করে।

ফেনী জেলা বিএনপি

এর আগে ৩১বার তোপ ধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সার্কিট হাউসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা। বিকালে শহীদ মিনারে বিজয় মেলা উদ্বোধন করা হবে।

ফেনী রিপোর্টার্স ইউনিটি

এছাড়া বিএনপি, ফেনী পৌরসভা, ফেনী সরকারি কলেজ, জেএসডি, মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, জেলা আইনজীবি সমিতি, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়।

ফেনী পৌরসভা
ফেনী স্টান্ট ওয়ারিয়র্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!