নিজস্ব প্রতিনিধি :
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গণে মিলিত হয়। এখানে পদ্মা পাড়ের অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। সবাই মিলে সরাসরি সম্প্রচার করা পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনেন। এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে জেলা পর্যায়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা: রফিক উস ছালেহীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এছাড়া অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। এছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। শেষে অতিথিগণ কেক কাটার দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।