নিজস্ব প্রতিনিধি :
গ্যাস সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও মূল্য হ্রাসের দাবীতে ফেনী শহরে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার শহরের ইসলামপুর রোডের দলীয় অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ প্রমুখ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি তাকিয়া রোড থেকে বড় মসজিদের সামনে ট্রাংক রোডে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর নেতাকর্মীরা বাধা ডিঙিয়ে ট্রাংক রোডের দিকে অগ্রসর হতে থাকে। প্রেস ক্লাব সম্মুখস্ত স্থানে পৌঁছলে পুলিশ দ্বিতীয় দফায় ব্যারিকেড দিলে সেখান থেকে বড় বাজারের প্রধান সড়ক খাজা আহম্মদ সড়ক হয়ে ফের ইসলামপুর রোডে গিয়ে সংক্ষিপ্ত সভা করে বিএনপি। মিছিল শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চাল, তৈল, লবণ ও চিনিসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। সর্বশেষ সয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আওয়ামীলীগ বুঝে গেছে তাদের ক্ষমতার দিন শেষ। শুধু তাই নয় ভারত যদি আওয়ামীলীগকে সমর্থন দেয় তারাও ভেঙ্গে খানখান হয়ে যাবে।