দৈনিক ফেনীর সময়

ফেনীতে পূজামন্ডপ পাহারা দিবে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, “ফেনীতে নির্বিঘ্নে পূজা উদযাপনে ১৪৪টি পূজামন্ডপ পাহারা দিতে হবে। দূর্গাপূজা সফল করা বিএনপির জন্য চ্যালেঞ্জ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে দেখার জন্য নির্দেশ দিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা যথাযথভাবে দায়িত্ব পালন করেছে বলে কোন ঘটনা ঘটেনি। পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের নেতাকর্মীরা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চেষ্টা করবে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রামে ফেনী বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠন ভূমিকা রেখেছে। অনেক নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। অনেককে হত্যা, মামলা-হামলা করেছে। এই চিত্র সারাদেশের। বিএনপি মাঠে ছিল বলেই হাসিনা সরকারের পতন হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে ভূমিকা রেখেছেন। দ্বিতীয় স্বাধীনতার ফসল অন্তর্বতী সরকারকে সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার দুপুরে শহরের মিজান রোডে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আসন্ন দূর্গাপূজা উদযাপনে হিন্দু ধর্মালম্বীদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করতে প্রস্তুতি সভায় শামীম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ওয়ান ইলেভেনের কূশিলব মাসুদ চৌধুরী অনেক অপকর্মের হোতা। তবে আপনারা কখনো আইন হাতে তুলে নিবেন না। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সব ধরনের তথ্য-উপাত্ত রয়েছে। সময়মতো সবাই কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপিতে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দলের শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমাদেরকে কোন বিষয়ে কঠিন হতে বাধ্য করবেন না।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক হারুন অর রশীদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ মিস্টার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার ও মশিউর রহমান বিপ্লব।

এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম এ খালেক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিপ্লব নাথ, সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক আবুল মোবারক ভিপি দুলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা তাঁতী আহবায়ক সরোয়ার জাহান শ্রাবন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!