দৈনিক ফেনীর সময়

ফেনীতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, আহত অর্ধশত

ফেনীতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, আহত অর্ধশত

নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলার বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা করেছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় এ হামলার ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, শুক্রবার ফেনী জেলা বিএনপির জনসভাকে কেন্দ্র করে পুরো জেলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছে। হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় শতাধিক বাড়ি-ঘরে হামলা ও লুটপাট হয়েছে। হামলায় আহতদের মধ্যে পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিল, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইয়াছির আরাফাত, মোটবি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল, যুবদল নেতা ইয়াসিন, মাসুম, ছনুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় ও ওমরের নাম জানা গেছে। তারা ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ১০ দফা দাবীতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচী হিসেবে শুক্রবার জেলা বিএনপির উদ্যোগে জনসভায় ৫০ হাজার নেতা-কর্মীর উপস্থিতির চেষ্টা চলছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জনসভা করতে চাইলেও প্রশাসন অনুমতি দেননি। একপর্যায়ে ইসলাপুর রোডের দলীয় কার্যালয়ে জনসভার আয়োজন করা হচ্ছে।

তিনি আরো জানান, জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রধান অতিথি হিসেব উপস্থিত থাকার কথা রয়েছে। হামলা-মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না। যেকোন মূল্যে তারা আগামীকাল জনসভা করবে।

জানতে চাইলে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার হামলার অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি বলেন, বিএনপির সমাবেশের বিপক্ষে আওয়ামীলীগের পাল্টা কোন কর্মসূচী নেই। হামলার ঘটনায় আওয়ামীলী ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততাও নেই। তাদের আভ্যন্তরীন কোন্দলের কারণে এসব ঘটনা হতে পারে বলে তার ধারণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!