নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের ট্রাংক রোডের বড় মসজিদ থেকে প্রেস ক্লাব এলাকায় বিএনপির পদযাত্রা শেষে এর প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগের সহযোগি সংগঠন যুবলীগ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
শনিবার১১টার দিকে জেলার বিভিন্ন ইউনিট বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ইসলামপুর রোডের দলীয় কার্যালয়ে পদযাত্রা কর্মসূচী শুরু হয়। তাকিয়া রোড হয়ে ট্রাংক রোডে উঠলে বড় মসজিদের সামনে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে পৌঁছলে পুলিশ সড়ক ব্যরিকেড দেয়। একপর্যায়ে কর্মীদের নিয়ে নেতারা খাজা আহম্মদ সড়ক হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এখানে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবদীন ভিপি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
নেতাকর্মীরা মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল বন্দীর মুক্তি, সরকারের পদত্যাগ, আওয়ামীলীগের সন্ত্রাস-নির্যাতনের বিরুদ্ধে এবং বিদুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দলনিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা বাস্তবায়নের দাবী জানান।
এসময় জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এম এ খালেক, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন প্রমুখ অংশ নেন।
অন্যদিকে এর কিছুক্ষন পর পৌরসভার সামনে থেকে শান্তি সমাবেশ করেছে যুবলীগ নেতাকর্মীরা। জেলা সভাপতি দিদারুল কবির রতনের নেতৃত্বে হওয়া মিছিলটি ট্রাংক রোডের দোয়েল চত্ত¡র, খেজুর চত্ত¡র, বড় মসজিদ প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা চত্ত¡রে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানানো হয়। কর্মসূচীতে সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টার, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেব জেকব, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, ইকবাল বাহার ফয়সাল, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, সদর উপজেলা সভাপতি নুরুল আবছার আপন প্রমুখ অংশ নেন।