শহর প্রতিনিধি :
রেলে বিনা টিকেটে যাতায়াত, টিকেটের কালোবাজারী রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে ফেনীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে রেল বিভাগ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রেলওয়ে সূত্র জানায়, অভিযানে ফেনী স্টেশন হয়ে আসা-যাওয়া করা তিনটি ট্রেনের যাত্রীদের মধ্যে ২৬ জনকে বিনা টিকেটে ভ্রমনের দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত এসব যাত্রী থেকে আইন অনুযায়ী ভাড়া আদায় ও বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৯ হাজার ৬৭৫ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে রেলের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল করিম, বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, আরএবি চীফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব) মো: জাহাঙ্গীর হোসেন ও ফেনীর স্টেশন মাস্টার মো: হারুন অর রশিদসহ রেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী জানান, রেলে বিনা টিকেটে ভ্রমন, টিকেটের কালোবাজারী রোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে ফেনীতে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করা হয়।