দৈনিক ফেনীর সময়

ফেনীতে বিভিন্ন সংগঠনের শোক দিবস পালন

ফেনীতে বিভিন্ন সংগঠনের শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

ফেনী সিটি কলেজ :


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী সিটি কলেজের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রুকসানা আক্তারের সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ইয়াসিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্টানে ফেনী সিটি কলেজ ও জিলা স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফেনী সেন্ট্রাল হাই স্কুল :


জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে ১৫ আগস্ট সকালে ফেনী সেন্ট্রাল হাই স্কুল মিলনায়তনে স্কুল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোমেনুল হকের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন মজুমদার, শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁঞা, জহিরুল হক চৌধুরী, মোহাম্মদ ইউনুছ, কোহিনুর আক্তার, আশ্রাফুল ইসলাম তাহেরী, খায়েজ আহাম্মদ ও ৮ম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ৬ষ্ঠ শ্রেণীর মুনতাহার ইবনে রাসিন প্রমুখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনসহ দেশপ্রেমিক শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁঞা। শিক্ষক দিদারুল আলমের সঞ্চালনায় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা, চিত্রাংকন, আবৃত্তি, একক অভিনয় ও দেয়ালিকা প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি ও শিক্ষকগণ।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল :


১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকালে ফেনী শহরের কেন্দ্রীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী’র পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে প্রতিষ্ঠানের সহ-সভাপতি এ.এস.এম নুর উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুট্টু, কোষাধ্যক্ষ এম. এস. হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, সদস্য ডা: গোলাম সরওয়ার বাহার, প্রীতিময় পোদ্দার, আবুল হাসান ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় :


স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে হামদ-নাথ পরিবেশন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য জামাল উদ্দিন ছুট্টু। বিশেষ অতিথি ছিলেন সুইড ফেনীর নির্বাহী সচিব এডভোকেট সমীর চন্দ্র কর, সহ-সভাপতি আবুল কালাম আজাদ সেলিম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা তহুরা আক্তার। বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন :


১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ ফটো জানার্লিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। এতে সংগঠনের সভাপতি এম. এমরান পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল তালুকদার, দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ ইয়াছির আরাফাত রুবেল, কার্যকরী সদস্য তোফায়েল আহম্মদ নিলয়, সদস্য মো: রমিজ উদ্দন রাজু, ইলিয়াছ সুমন ও কাজী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!