নিজস্ব প্রতিনিধি :
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফেনী জেলা ইউনিটের নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: দেলওয়ার হোসেন সভাপতি পদে বিনপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। সম্পাদক পদে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ সেলিম সরকার ১শ ১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধী সোনাগাজী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আমান উল্যাহ মজুমদার পেয়েছেন ৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক আহমদ আলী ১শ ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধী ফেনী সরকারি কলেজের প্রভাষক রিদোয়ানুল করিম পেয়েছেন ১৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে সরকারি জিয়া মহিলা কলেজের সহযোগি অধ্যাপক কামাল হোসেন মজুমদার, সোনাগাজী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক ড. মো: আজিজুল হক খান, যুগ্ম-সম্পাদক পদে ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক জয়নাল আবেদীন, মহিপাল সরকারি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ সাইফুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ পদে ফেনী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: ওয়াসিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক (২) পদে সরকারি জিয়া মহিলা কলেজের সহকারি অধ্যাপক খলিলুর রহমান, তথ্য, গবেষণা ও সেমিনার সম্পাদক পদে ছাগলনাইয়া সরকারি কলেজের প্রভাষক মো: সালাহ উদ্দিন জাফর, সমাজকল্যাণ সম্পাদক পদে সোনাগাজী সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: মঞ্জিল খান চৌধুরী, দপ্তর সম্পাদক পদে পরশুরাম সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফেনী সরকারি কলেজের প্রভাষক মো: শরিফুল ইসলাম বিনাপ্রতিদ্বন্ধীতায় জিতেছেন।
পদাধিকার বলে প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন নির্বাহী সদস্য। নির্বাহী সদস্য পদে আরো রয়েছেন মহিপাল সরকারি কলেজের সহযোগি অধ্যাপক কাজী জাফর সাদেক, ফেনী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক ফরিদ আলম ভুঁঞা, সরকারি জিয়া মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ফেনী সরকারি কলেজের প্রভাষক মো: ইশতিয়াক উদ্দিন, প্রভাষক আবু মোতালেব, সোনাগাজী সরকারি কলেজের প্রভাষক মীর হোসেন মজুমদার, প্রভাষক মো: শাহ আলম, পরশুরাম সরকারি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, সহযোগি অধ্যাপক হারুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও ফেনী সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো: লিয়াকত আলী স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।