শহর প্রতিনিধি :
“ফ্যাসিস্ট সরকার ৫ আগস্ট পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। স্বৈরাচারের দোসররা এ মূহুর্তে সারাদেশে গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে। আমাদের অনেক ভাইকে গুপ্তহত্যা করে শহীদ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারিতে রয়েছে তাদের হত্যা করার চেষ্টা করা হচ্ছে। দিল্লির নির্দেশে তা করা হচ্ছে। দিল্লির প্রেসক্রিপশন, দিল্লির আগ্রাসন এ বাংলাদেশে আর হতে দেয়া হবে না। আপনারা যারা রয়েছেন, সাবধান হয়ে যান, না হয় এ বাংলাদেশের জনগণ তা রুখে দিবে।”
বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ।
ভারতীয় আগ্রাসন ও নেতৃত্বদানকারীদের সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক নোমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নুর হোসেন, বদরুদ্দোজা নোবেল, সাবেক সমন্বয়ক ওমর ফারুক, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন, ওমর ফারুক শুভ, ফেনী পৌর প্রতিনিধি সালেহ উদ্দিন শাওন ও দাগনভূঞা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম।