সদর প্রতিনিধি :
ফেনীতে মাদক মামলায় শাহরিয়ার আহমেদ নাঈম প্রকাশ রাজা নামে এক যুবককে দেড় বছর কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক সপ্তাহের কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুলাই ফেনী শহরের কানন সিনেমা হলের সামনে থেকে র্যাবের একটি দল শাহরিয়ার আহমেদ নাঈমকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই আবদুল আউয়াল নাঈমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দন্ডপ্রাপ্ত নাঈম সিলেটের গোপালগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়নের খমিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ফেনী শহরের ৩নং ওয়ার্ডের আফসার মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে।
আদালতের বেঞ্চ সহকারি জসিম উদ্দিন জানান, মামলা চলাকালে জামিনে বেরিয়ে পালিয়ে যায় নাঈম। তাকে গ্রেফতারের পর থেকে এ রায় কার্যকর হবে।