সদর প্রতিনিধি :
ফেনীতে রবিবার সন্ধ্যায় ছাত্রলীগের মিছিল শেষে ফরহাদ নগরে যুবদল নেতাকে মারধর ও কাজীরবাগে ছাত্রদল নেতার দোকানে ভাংচুর করা হয়েছে।
দলীয় ও পরিবার সূত্র জানায়, সন্ধ্যায় সদর উপজেলা যুবদলেরর সদস্য সচিব শাহাদাত হোসেন ফরহাদনগর ইউনিয়নের বাড়িতে ছিলেন। স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়িতে গিয়ে বেদড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাত হোসেন অভিযোগ করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে ৩৫-৪০ জন হামলায় অংশ নেয়। হামলাকারীরা ৪ ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা ও ৪০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল সেট নিয়ে যায়।
এদিকে জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জাফর উল্যা জানান, বিকালে রাণীরহাট বাজারে ছাত্রলীগের মিছিল আছে জেনে দোকান বন্ধ রাখা হয়। মিছিল শেষ হওয়ার পর কর্মচারী আরিফুল ইসলাম দোকানের সার্টার খুলে বসলে ২০-২৫জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এসময় প্রাণভয়ে আরিফুল পালিয়ে গেলে হামলাকারীরা দোকানের কম্পিউটার ও গøাস ভাংচুর করে ক্যাশে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরামুজ্জামান রাজু হামলা-ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছেন। এ ধরনের কোন খবর তিনি পাননি।