দৈনিক ফেনীর সময়

ফেনীতে রাত জেগে মন্দির-বাজার পাহারায় বিএনপি-জামায়াত কর্মীরা

ফেনীতে রাত জেগে মন্দির-বাজার পাহারায় বিএনপি-জামায়াত কর্মীরা

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে বিএনপি ও জামায়াতে সিলামী নেতাকর্মীরা। হিন্দুদের মান্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে তারা হাতে লাঠি ও টর্চলাই এবং মুখে বাঁশি বাজিয়ে রাতভর পাহারা দিচ্ছেন তারা। এতে করে হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুথানে গত সোমবার দুপুরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেলা শহর বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, আগ্নিসংযোগ ও লুটপাট চলে। এতে করে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকন্ঠা ও আতংক ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “দেশের পরিবর্তীত প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সভা করে স্থানীয় নেতাকর্মীদেরকে দিয়ে হিন্দুসহ জনগনের জানমাল ও সম্পদ রক্ষায় কমিটি করে দিয়েছি। যেন কোনো দুষ্কৃতিকারী জনগনের জানমালের ক্ষতি করতে না পারে।’ একইসঙ্গে প্রতিটি পাড়া-মহল্লায় সবার কাছে প্রশাসনের সহায়তার জন্য মুঠোফোন নম্বর দিয়েছি। যাতে করে তারা যে কোন পরিস্থিতিতে ফোন করে প্রশাসনের সহায়তা নিতে পারে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুফতি আবদুল হান্নান বলেন, “আমাদের সকল জনশক্তিকে সংখ্যালুগুদের বাড়ি-ঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারায় রয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।”

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন বলেন, গত ক’দিন ধরে বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদে থাকতে আশ্বস্ত করছেন। একইসঙ্গে তারা আমাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে। এতে করে হিন্দুদের মধ্যে ভীতি দুর হয়েছে। এ পর্যন্ত জেলার কোথাও হিন্দুদের কোন বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে কোন ধরনের হামলা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, পরিবর্তীত পরিস্থিতিতে ফেনীতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ইতোমধ্যে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই অনুযায়ী সকলে মিলে আমরা কাজ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!