দৈনিক ফেনীর সময়

ফেনীতে লুন্ঠিত মালামালসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

শহর প্রতিনিধি :

ফেনীতে লুন্ঠিত মালামাল সহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) পুলিশ সুপার কর্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ তথ্য জানান।

এর আগে বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুর কন্টাক্টর বাড়ি সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের কাছ থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের ছিনতাইকৃত ২ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে ১লক্ষ ৪১ হাজার ৬০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,ফেনী সদর উপজেলার
রামপুর এলাকার অস্থায়ী বাসিন্দা মৃত আল মামুনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪), পুরাতন পুলিশ কোয়ার্টার সোহরাব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(২২), হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান(২১)।

পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত সাব্বির হোসেন গত বুধবার (১০ জুলাই) অপর আসামী রেদোয়ান, মাসুম, আরমান, জাকিরসহ বর্ণিত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের বহনকৃত টাকাগুলো ছিনতাই করার পরিকল্পনা করে।

সেই পরিকল্পনা মোতাবেক রেদোয়ান ঘটনার দিন সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার ছিলোনিয়া সিএনজি স্ট্যান্ড হইতে তার পূর্ব পরিচিত সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিমের সহিত ঘটনার বিষয়ে পরামর্শ করে ওই সিএনজিযোগে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত মাসুম, আরমান, জাকিরের নিকট আসে।

এসময় তারা ০৪ জন উক্ত নাম্বার বিহীন সিএনজিটি নিয়ে ঘটনাস্থল শহরের পশ্চিম রামপুর কন্ট্র্ক্টার বাড়ীর সংলগ্ন পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিকটিম বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজে জন্য অপেক্ষা করতে থাকে।

বেলা অনুমান ১০টার দিকে মামলার বাদী ভিকটিম আব্দুল আজিজ তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে আসলে রেদোয়ান, মাসুম, আরমান, জাকির মুখে মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া ভিকটিমের মোটর সাইকেলে গতিরোধ করে মাসুম ভিকটিমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ভিকটিমের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বর্ণিত সিএনজি যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল লালপুল অংশের যে কোন স্থানে ব্যাগ হইতে টাকাগুলো নিয়ে ব্যাগ এবং ভিকটিমের মোবাইল ফোন রাস্তায় ফেলে দেয়। একই সাথে ঘটনার সময় আটককৃত’দের গায়ে থাকা শার্ট, গেঞ্জি অজ্ঞাত স্থানে ফেলে দেয়।

পরবর্তীতে বর্ণিত আটককৃতরা লুন্ঠিত টাকা নিয়ে ফেনী শহরে দিক-বেদিক ঘুরাফেরা করে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত সাব্বির হোসেনের নিকট যায়। সেখানে রেদোয়ান এবং আরমান তাদের পকেটে থাকা ২ লক্ষ ৫০ হাজার টাকা সাব্বিরকে বুঝাইয়া দেয়।

সাব্বির ওই টাকা থেকে রেদোয়ানকে ৩০ হাজার, আরমানকে-৩০ হাজার, রাজ্জাককে ৭০ হাজার, মাসুমকে-২০ হাজার ও সিএনজির চালক ফয়েজ উল্ল্যাহ রাজিমকে ১০ হাজার টাকা এবং নিজে ৯০ হাজার টাকা নিয়ে বাকীদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলে।

অভিযানে সাব্বিরের হেফাজত থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯০ হাজার, রাজ্জাকের নিকট থেকে ৩ হাজার ২শ, মাসুম থেকে ৬হাজার ৮শ ৬০ টাকা রেদোয়ান থেকে ১৮ হাজার টাকা, আরমানের নিকট থেকে ২০ হাজার এবং সিএনজি ড্রাইভারের নিকট থেকে ৩০হাজার টাকাসহ সর্বমোট ১লক্ষ ৪১হাজার ৬০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

একইসাথে ছিনতাইয়ের কাজে নাম্বার বিহীন সিএনজিটিও উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহন অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!