দৈনিক ফেনীর সময়

ফেনীতে শিবিরের বিক্ষোভ মিছিল

ফেনীতে শিবিরের বিক্ষোভ মিছিল

শহর প্রতিনিধি :

আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ সাত দফা দাবিতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মহিপাল গিয়ে শেষ হয়। শহর সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির ফেনী জেলা সভাপতি নাজিম উদ্দিন, শহর সেক্রেটারী শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বলেন, “ফ্যাসিবাদি ও আওয়ামীলীগ সরকার দেশের সংসদকে তাদের দলীয় অফিস বানিয়ে ফেলেছে।প্রশাসনকে তারা তাদের দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করেছে। শিবির ৭ দফা দাবী নিয়ে রাজপথে নেমেছ। শিবির কখনো জুলুমের কাছে মাথা নত করেনি। শিবির মাথা নত করতে জানে না। অবিলম্বে কেয়ারটেকার সরকার দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আওয়ামীলীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, ছাত্রশিবিরের অফিস সমূহ খুলে দিতে হবে। সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাসে দলের সহবস্থান নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় শিবিরের পক্ষ থেকে ঘোষিত ৭ দফা দাবী আদায়ে সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!