দৈনিক ফেনীর সময়

ফেনীতে শিল্পায়নের অন্যতম কেন্দ্র স্থাপনে গুরুত্বারোপ

ফেনীতে শিল্পায়নের অন্যতম কেন্দ্র স্থাপনে গুরুত্বারোপ

নিজস্ব প্রতিনিধি :

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, “আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাবো। এজন্য আমাদের সব সেক্টরে দক্ষতা অর্জন করতে হবে। আমাদের যোগ্যতা ও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সবক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। এসডিজি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।বাংলাদেশে এখন দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আমাদের অনেক সক্ষমতা বেড়েছে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরনের ফলে সৃষ্ট পরিস্থিতির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্য দেশের সরকারী খাতের পাশাপাশি বেসরকারি খাতকে প্রস্তুত করতে হবে।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে “লোকাল লেবেল স্টেক হোল্ডার কনসালটেশন অন ইনক্লুসিভ, স্মোর্থ এন্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন” শীর্ষক কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী আরো বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এবং লজিস্টিকস সংক্রান্ত সুবিধার উন্নয়নের মাধ্যমে ফেনী বাংলাদেশে শিল্পায়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। একইসঙ্গে তারা স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ সুবিধা গড়ে তুলবার আহবান জানিয়েছেন।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার পূদম পুষ্প চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো: শাহরিয়ার কাদের সিদ্দিকী, চট্টগাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ইআরডি’র অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক (এসএসজিপি) এএইচএম জাহাঙ্গীর। প্রেজেন্টেশান দেন অতিরিক্ত সচিব ও এসএসজিপির প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার ডা: মো: রেজাউল বাশার সিদ্দিকী ও ডা: মোস্তফা আবিদ খান। কর্মশালায় প্যানেলিষ্ট হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো: বাতেন, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস সভাপতি আয়নুল কবীর শামীম, সাংবাদিক আবু তাহের।

কর্মশালায় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের ফলে সৃষ্ট পরিস্থিতির সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে দেশের সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে প্রস্তুত করতে হবে।
ইআরডি সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী তার ভাষণে উল্লেখ করেন- ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ব্যাপক ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সরকার সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতিগত উন্নয়ন সাধন করছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, ঢাকা ও চট্টগ্রামের সংযোগস্থলে ফেনীর অবস্থানগত গুরুত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিতকরণে ফেনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আশা প্রকাশ করেন যে কর্মশালা হতে আগত মতামত ও পরামর্শসমূহ উত্তরণ সংক্রান্ত সরকারের বিভিন্ন গবেষণা, পরিকল্পনা ও পরাকৌশল প্রণয়নে সহায়তা করবে।
কর্মশালায় আলোচকরা ফেনী জেলায় অবস্থিত বিসিক শিল্প নগরীসমূহের অবকাঠামোগত উন্নয়ন, ব্যাংকের ঋণের সুদের হার হ্রাসকরণ এবং কর ও শুল্ক প্রদান পদ্ধতিসমুহ আরও সহজীকরণের উপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইআরডি ও এসএসজিপি প্রকল্পের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!