দৈনিক ফেনীর সময়

ফেনীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির সমাবেশ পন্ড

ফেনীতে সংঘর্ষের ঘটনায় বিএনপির সমাবেশ পন্ড

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ইসলামপুর রোডে শুক্রবার বিকালে বিএনপি-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বিএনপি কেন্দ্র ঘোষিত পূর্বনির্ধারিত সমাবেশ পন্ড হয়ে গেছে। হামলার ঘটনায় দুইপক্ষের নেতারা পরস্পরকে দোষারোপ করছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে শহরের ইসলামপুর রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত সমাবেশে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশ মঞ্চে জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ খালেক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন মঞ্চে ছিলেন।

একইসময় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ছাত্রলীগ পাল্টা মিছিল বের করে। এসময় বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের মিছিলে ইটপাটকেল ছুঁড়ে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। দুইপক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়। হামলার সময় ইটপাটকেলে পাশ্ববর্তী শাহআলম টাওয়ার, মেঘনা ব্যাংক, গার্ডেন রেষ্টুরেন্ট ও বলাই ইলেক্ট্রিকের গ্লাস-সাইনবোর্ড ভেঙ্গে যায়। এতে ইটপাটকেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান রতনের মাথা ফেটে ও ছাত্রলীগ কর্মী আহাদের দুটি দাঁত ভেঙ্গে যায়। হঠাৎ সংঘর্ষের ঘটনায় পুরো শহরে আতংক-উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়, যুবদল কর্মী জিয়া, খুরশীদ, লিটন,ইমাম, রতন, সদর উপজেলা যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য অর্পণ, মৎসজিবী দল নেতা শেখ আবদুল্লাহ, ছাত্রদল কর্মী রাজিব, শাকিব, জাহিদুল ইসলাম শামীম, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, আশ্রাফ সহ ২৫-৩০ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এএসএম সৌরভ আল হোসাইন জানান, সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ শুরু হলে ছাত্রলীগ অতর্কিত হামলা চালিয়ে পন্ড করে দেয়। তাদের হামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দিতে আওয়ামীলীগ শহরের বিভিন্ন পয়েন্টে সশস্ত্র পাহারা বসায়। বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষের স্রোত দেখে পেছন থেকে হামলা চালায়। হামলায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রতন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খুরশিদ আলম, সদর উপজেলা যুবদলের সদস্য লিটনসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু জানান, ছাত্রলীগ নেতাকর্মীরা শহরে সন্ত্রাস বিরোধী মিছিল বের করলে পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশ থেকে হামলা চালানো হয়।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নিবৃত্ত করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিই। বিএনপির মিছিলে কে বা কারা হামলা করেছে সেটি আমাদের জানা নাই। সিসিটিভির ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহন করবেন।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের ১৮-২০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!