নিজস্ব প্রতিনিধি :
সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুক্রবার বিকালে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে সভাপতিত্ব করেন জোটের ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।
জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি কবি মনজুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, সংগীত শিক্ষার্থী সম্মিলন কেন্দ্রের সভাপতি অজয় দাস, সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাজহার, নজরুল একাডেমী ফেনী জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মজুমদার শাহীন, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এমএফ রহমান মিলন, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, জাগরনী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, উদীচি সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাওন চক্রবর্তী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম, নৃত্যকলা একাডেমী ফেনীর সভাপতি মনি মজুমদার, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, আবৃত্তি শিল্পী সঞ্জয় সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী। বাজেটে কমপক্ষে ১ শতাংশ অর্থাৎ ৭ হাজার ৬ শত ১৭ কোটি টাকা সংস্কৃতিখাতে বরাদ্দের দাবি জানিছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।