দৈনিক ফেনীর সময়

ফেনীতে সম্মাননা ও বীমা দাবীর টাকা পেলো তিন প্রবাসী, সন্তানরা পেলো শিক্ষাবৃত্তি

ফেনীতে সম্মাননা ও বীমা দাবীর টাকা পেলো তিন প্রবাসী, সন্তানরা পেলো শিক্ষাবৃত্তি

নিজস্ব প্রতিনিধি :

আন্তর্জাতিক অভিবাসন ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে ফেনীতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিন প্রবাসীকে ৪ লাখ টাকা করে বীমা দাবী ও সম্মাননা, অভিবাসী কর্মীর মেধাবী সন্তানদের দুইজনকে ৬১ হাজার ৫শ শিক্ষা বৃত্তি, প্রবাসীর প্রতিবন্ধীর দুই সন্তানকে ১২ হাজার অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রবাসীর বকেয়া বেতন ৩ লাখ ৮৫ হাজার ৬৮০ টাকা আদায়ের টাকা বুঝিয়ে দেয়া হয়।

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গিকার- বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি থেকে সম্মাননা প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো: দিদার মিয়া। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইদুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মো: হাসান আলী, ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: সোহরাব হোসেন মোল্লা, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক। অনুভূতি প্রকাশ করেন সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসী সুলতান সালাউদ্দিন, প্রবাসীর সন্তান সুমাইয়া সুলতানা। অনুষ্ঠানে ফেনী ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক মো: মাসুদ পারভেজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো: জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “প্রবাসীদের মূল্যায়ন করতে হবে। প্রবাসীদের কল্যানে আমাদের কাজ করতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তাদের অবদান অস্বীকার করা যাবে না। প্রবাসীদের কারিগরী শিক্ষা প্রয়োজন রয়েছে। তাদের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। কাজ শিখে প্রবাসে গেলে ভালো করতে পারবে। পাশাপাশি ভাষা জানা প্রয়োজন। এয়ারপোর্টে প্রবাসীদের ভালো সেবা দিতে হবে। প্রবাসীরা ব্যাকিং চ্যানেলে টাকা পাঠাবেন। ব্যাকিং চ্যানেলে টাকা পাঠালে নিরাপদ। হন্ডিতে অবৈধভাবে টাকা পাঠাবেন না।”

এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র‌্যালী উদ্বোধন করা হয়। এছাড়া দিবসটি উদযাপনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ফেনী ওয়েলফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, ফেনী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের স্টল বসিয়ে সেবা কার্যক্রমের প্রদর্শনী হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!