নিজস্ব প্রতিনিধি :
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে এ দেশে বসবাস করছে।মাঝে মাঝে স্বাধীনতা বিরোধী একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তার জন্য আমাদের সর্তক থাকতে হবে। সাংস্কৃতিক জাগরনের মাধ্যমে তা রোধ করতে হবে।”
শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আয়োজনে “চাই সাংস্কৃতিক জাগরন ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেণ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহিদ হোসেন বাবলুর সভাপতিত্বে এবং সাধারন সস্পাদক সমর দেবনাথ এবং আবৃত্তি প্রশিক্ষক এমএফ রহমান মিলনের যৌথ সঞ্চানায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, প্রথম আলো প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা আবু তাহের। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, নাটিকা,আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ পরিবেশিত হয়। দর্শকের উপচেপড়া ভীড় অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি নারায়ণ নাগ, কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, শান্তিরঞ্জন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সমরজিৎ দাশ টুটুল, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট রাশেদ মাযহার, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অরূপ দেবনাথ, রিভেল ব্যান্ডের প্রতিষ্ঠাতা হুমায়ুন মজুমদার, শোলক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাসেল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, সেলিম আল দীন নাট্য চর্চা কেন্দ্রের সদস্য সচিব রাজিব সারোয়ার, পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, জাগরণী সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী আরডি বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।