নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় ৫শ ৫১টি বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের অর্ধেক পরিমাণ পদ শূন্য রয়েছে। এর মধ্যে সোনাগাজী ও সদর উপজেলায় শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাঘাত ঘটছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, জেলা সদর সহ ৬ উপজেলায় ৫৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২৬২টি পদ শূন্য রয়েছে। এছাড়া চলতি দায়িত্বপ্রাপ্ত ১৭৫ জন কর্মরত শিক্ষক রয়েছেন। সদর উপঝেলায় প্রধান শিক্ষকের ১৫১টি পদের মধ্যে ৬২টি, দাগনভূঞায় ১০২টির মধ্যে ৩২, সোনাগাজীতে ১১০টির মধ্যে ৬৪, ছাগলনাইয়ায় ৭৮টির মধ্যে ৩৪, পরশুরামে ৫১টির মধ্যে ২৬, ফুলগাজীতে ৬৭টির মধ্যে ৩৭ পদ শূন্য রয়েছে। মামলা জটিলতার কারনে ৬টি পদ শূন্য রয়েছে।
সদর উপজেলার তৈতোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক শ্যামলী রানী দে গত ৩১ জানুয়ারি অবসরে গেছেন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
তিনি আরো জানান, একসাথে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দ্বৈত ভূমিকা পালন করছেন। প্রশাসনিক দিক সামলানোর পাশাপাশি প্রতিদিন ৭টা ক্লাস নিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম জানান, পদ শূন্য থাকায় খুব সমস্যা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে সবকিছু ঠিকভাবে করা যায় না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানান, বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রæতই সংকট কেটে যাবে।