নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে সাড়ে ৭শ পরিবারকে খাদ্য সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। সামাজিক সংগঠন তারুণ্যের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনে অর্থায়ন করে তুরস্কের কনসুই। জেলার ৬ উপজেলার ৭৫০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ ২হাজার টাকা মূল্যের ফুডপ্যাক উপহার দেয়া হয়।
এসময় কনসুই বাংলাদেশ প্রতিনিধি মো: শাহ নেওয়াজ চৌধুরি, কামরুল হাসান নুর, দৈনিক ফেনীর সময় সস্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, রামপুর সমাজ কল্যান সংসদের সেক্রেটারি আইয়ুব আলী মামুন, এসিস্ট্যান্ট সেক্রেটারি রহিমুল্লাহ সুমন, উত্তরা হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন সাহেদ, কসমোপলিটন হাসপাতালের পরিচালক মইনুল ইসলাম যোবায়ের, বনিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওসমান গনী রাসেল, নিশাদ আদনান, নূর নবী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।