শহর প্রতিনিধি :
ফেনীতে ‘সুশাসন নিশ্চিতকরণে তরুণদের ভুমিকা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তরুণদের মধ্যে সুশাসনের ধারণা ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে রবিবার এ আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (জাগো ফাউন্ডেশন)। সেমিনারে প্রধান বক্তা ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। শিক্ষার্থীদের সংগঠন, নেতৃত্ব ও সুনাগরিক বিষয়ে আলোচনা করেন যুব সংগঠক শরীফুল ইসলাম অপু, ওসমান গণি রাসেল ও ফয়সাল ভূঁইয়া। তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তাদের বক্তব্যে নেতৃত্বের নীতিমালা, নৈতিক মূল্যবোধ এবং সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সুশাসনের মৌলিক উপাদান, যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তরুণদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফেনী টিমের সভাপতি জহিরুল ইসলাম পিয়াসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মী নিশাদ আদনান, নুর নবী হাসান, নুর করিম মুন্না ও মোহাম্মদ শাহীন।
সেমিনারে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। এতে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগ সহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।