দৈনিক ফেনীর সময়

ফেনীতে সেচ্ছাসেবক পরিবারের আয়োজনেফুটবল টুর্ণামেন্টের সমাপনী

ফেনীতে সেচ্ছাসেবক পরিবারের আয়োজনেফুটবল টুর্ণামেন্টের সমাপনী

শহর প্রতিনিধি :

ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের আয়োজনে শনিবার রাতে ফেনী স্পোর্টস এরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ডি.ডি. ল্যাব সেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্ট। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। সিজানুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠক আবদুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি মো: আবু তাহের, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনী যতটুকু জেনেছি ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়া ক্ষেত্রে ভীষণ এগিয়ে। দেশবরেণ্য অনেক মানুষের জন্ম এই ফেনীতে। সেই অঞ্চলের যুবদের আরো বেশি কাজে লাগাতে জেলা প্রশাসন থেকে যতটুকু সাহায্য করা যায় যা করা হবে।

দ্বীন মোহাম্মদ বলেন, ৮০/৯০ এর দশকে এই দেশের মাঠগুলো ফুটবল প্রেমীদের দখলে ছিলো। এখনো আমার মাঠ, ফুটবল এসব দেখলে খেলতে ইচ্ছে করে। পশ্চিমারা ভিষণ প্রতিযোগিতাপূর্ণ। তারা কে কতটা ট্রপি জিতলো, কে কতটা অর্জন করলো এসবের প্রতিযোগিতায় মাতোয়ারা থাকে। আমাদেরও তাদের মতো খেলাধুলাকে আরো এগিয়ে নিতে হবে।

মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আমাদের খেলার মাঠ যেন সবসময় উৎসবমুখর থাকে আমাদের সেদিকে কাজ করতে হবে। ছেলেমেয়েরা বিপথগামী যেন না হয়, মাদক ও অনৈতিক কর্মকান্ডে যেন লিপ্ত হতে না পারে সেজন্য তাদের খেলাধুলায় উৎসাহ যোগাতে হবে।

শেষে পুরস্কার বিতরণ করা হয় ফাইনাল ম্যাচে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় ৮টি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!