নিজস্ব প্রতিনিধি :
কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে ফেনীতে প্রস্তুতি সভা করেছে স্বেচ্ছাসেবক দল। গতকাল বুধবার শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শহরের বেস্ট ইন হোটেলে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম জিলানী। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি এম ওয়াহিদুর রহমান বানি, যুগ্ম-সাধারণ সম্পাদক জেড আই কামাল। এছাড়া জেলা সহ-সভাপতি জাহিদ হোসেন শিমুল, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, প্রচার সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক এম. খুরশিদ রহমান সূর্য সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।