নিজস্ব প্রতিনিধি :
সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল শহরের ক্রাউনওয়েস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুর নবী হাসানের সভাপতিত্বে ও ওসমাণ গণী রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক, ফেনী লিও মুহুরী ক্লাবের সহ-সভাপতি মোর্শেদ হেসেন, ফেনী জেলা হিফজ পরিষদের সভাপতি মাওলানা আবদুল্লাহ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন তারুন্যের বন্ধনের সভাপতি নিষাদ আদনান।
হিফজুল কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত ফাইনালে ১৩জন প্রতিযোগি অংশগ্রহণ করে। প্রতিযোগিদের ১ম থেকে ১৩তম স্থান অধিকারীদের প্রায় ৫০হাজার টাকা সমমুল্যের নগদ অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, গিফট প্যাক ও কৃতিত্ব সনদ প্রদান করা হয়। এর আগে ফেনী জেলার বিভিন্ন হিফজ মাদরাসার ১২৮ প্রতিযোগি থেকে চূড়ান্ত পর্বের জন্য ১৩ প্রতিযোগি মনোনিত হয়।
অনুষ্ঠানে ২০২২-২৪ সালের জন্য ফখরুল ইসলাম ফাহাদকে সভাপতি, সেজানুল আলম চৌধুরী প্রিয়কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ইউসুফকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। ফাহাদ এর আগে সংগঠনের সহ-সভাপতি ছিলেন। এছাড়া বিডি ক্লিন ফেনী জেলার সমন্বয়ক ছিলেন। প্রিয় ফেনী ফুড় এন্ড বøাড ব্যাংকিংয়ের প্রতিষ্ঠাতা পাশাপাশি তারুন্যের বন্ধনের প্রতিষ্ঠাতা মেম্বার হিসেবে কাজ করেছেন।