দৈনিক ফেনীর সময়

ফেনীতে হেফাজতের শানে রেসালাত সম্মেলন শুক্রবার

ফেনীতে হেফাজতের শানে রেসালাত সম্মেলন শুক্রবার

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে আগামী ২৫ অক্টোবর শুক্রবার শানে রেসালাত সম্মেলনের আয়োজন করছে হেফাজতে ইসলাম। সকাল ১০টা থেকে দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি থাকবেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা খলীল আহমাদ কাসেমী, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম-মহাসচিব মুফতি হারুন ইজহার, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারি মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজী, সদস্য মাওলানা নূর হোসেন নূরানী।

হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক জানান, সম্মেলনকে সফল করার লক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও সম্মেলন ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতি চলছে। শানে রেসালাত সম্মেলন সফলভাবে সম্পন্ন করার লক্ষে প্রতিটি উপজেলায় সফর করে প্রস্তুতি মিটিং করা হয়েছে।

তিনি বলেন, ২০২১ সালে সর্বশেষ শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০১৩ সাল থেকে নিয়মিত এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ সম্মেলনে হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি ও জুনায়েদ বাবু নগরী সহ বরেণ্য আলেম-ওলামাগণ অংশ নিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!