দৈনিক ফেনীর সময়

ফেনীতে ৩২ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো জেলা পুলিশ

ফেনীতে ৩২ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিলো জেলা পুলিশ

শহর প্রতিনিধি :

বিজয়ের মাস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অবসরপ্রাপ্ত ৩২ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা পুলিশ। বুধবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাদের হাতে সংবর্ধনা স্বরূপ উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার তাসলিম হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সাইদুর রহমান, ছাগলনাইয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার ওয়ালী উল্যাহ, ফেনী মডেল থানার ওসি মর্ম চাকমা, ডিআইওয়ান মোহাম্মদ রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, সংবর্ধিত ৩২ মুক্তিযোদ্ধার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার থেকে কনস্টেবল পদমর্যাদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রয়েছেন। তারা মুক্তিযুদ্ধকালীন তাদের বিভিন্ন কর্মকান্ডের স্মৃতিচারন করেন। দেশের যেকোন প্রান্তে মুক্তিযোদ্ধাদের যেকোন প্রয়োজনে আইনগত সহায়তার আশ্বাস দেন তিনি।

তিনি আরো বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের পথ প্রদর্শক। জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ধারন করতে হবে। পুলিশ মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। মুক্তিযুদ্ধে প্রথম রাজারবাগ পুলিশ লাইনে প্রতিরোধ গড়ে তোলে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আপনাদের অবদান ভূলার নয়।”

পুলিশ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “আপনাদের সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে আছি। যেকোন প্রয়োজনে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত। থানায় আপনারা সর্বোচ্চ সেবা পাবেন। এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!