নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ফেনী এর উদ্যোগে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। গকাল সোমবার বিসিক জেলা কার্যালয়ে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
বিসিক এর সহকারি মহাব্যবস্থাপক হালিম উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন আক্তার, সফল উদ্যোক্তা সেবা ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক আতাউর রহমান টিটো। প্রতিদিন ২৮ জন প্রশিক্ষনার্থীকে চার সেশনে রিসোর্সপার্সনগণ প্রশিক্ষণ প্রদান করবেন। আগামী ২০ অক্টোবর এ কর্মশালার শেষ হবে।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, উদ্যোক্তা হতে যিনি স্বপ্ন দেখেন এবং চেষ্টা করেন তিনিই সফল উদ্যোক্তা হতে পারেন। পাশাপাশি প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মউন্নয়ন সহ বেকারদের কর্মসংস্থানে কাজ করতে হবে। প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করলে একজন উদ্যোক্তা খুব সহজেই তার ব্যবসায়িক সিদ্ধান্তগুলোর সঠিক বাস্তবায়ন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিসিক এর সহকারি মহাব্যবস্থাপক হালিম উল্যাহ জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প অথবা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের সক্ষমতা অর্জন, স্বাবলম্বী হওয়ার পন্থা ও কৌশল অর্জন করবে, উদ্যোক্তা নিজস্ব মূলধন ব্যবহারের হিসাব করার সক্ষমতা অর্জন করবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি সম্পর্কে জানতে পারবে, ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকেই কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।