দৈনিক ফেনীর সময়

ফেনীর কিশোর গ্যাং সদস্যদের প্রতি পুলিশের কড়া বার্তা

ফেনীর কিশোর গ্যাং সদস্যদের প্রতি পুলিশের কড়া বার্তা

নিজস্ব প্রতিনিধি :

‘স্কুলের সামনে মেয়েদের উত্ত্যক্ত করে পার পেয়ে যাবা ভাবার কোন কারণই নাই। ওয়ার্নিং দিচ্ছি। ফেনীর পাঁচগাছিয়ার ঘটনাটি নজরে আনা হয়েছে। আশাকরি বাকিরা বুঝতে পেরেছে…’ নিজ ফেসবুক ওয়ালে এমন একটি স্ট্যাটাস দেয়ার ২১ দিন পর কিশোর গ্যাং প্রসঙ্গে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা। এবারের স্ট্যাটাসে ডাটাবেস তৈরি সহ কিশোরদের প্রতি কড়া বার্তা দেয়া হয়েছে। জেলা পুলিশের এ উদ্যোগকে সব শ্রেণির নাগরিকরা সাধুবাদ জানাচ্ছে।

মঙ্গলবার স্ট্যাটাসটিতে নাদিয়া ফারজানা উল্লেখ করেন, “ডেটাবেস তৈরি হয়ে গেছে। পর্যায়ক্রমে ডেকে আনছি, কথা বলছি। অভিভাবকদেরকেও ডেকে আনছি ও কথা বলছি। ফেনী সদর ও বাকি সব উপজেলায় একই প্রক্রিয়া চলমান। প্রতিদিন বিশেষ অভিযানে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। সকল নামই ভেরিফাইড। কারণ শত্রুতা করে অন্য কারো মাধ্যমে নাম ঢুকে যাওয়ার ব্যাপার ঘটে নাই। প্রতিটি গ্যাং এর নাম এবং গ্যাং সদস্যদের নাম এলাকা ঘুরে ঘুরে, কর্মকান্ড দেখে তারপর তৈরি হয়েছে এবং হচ্ছে। ঐযে বললাম, এটা চলমান প্রসেস। যাদেরকে অবজারভেশনে রাখছি, তারা নিজেরাও জানো। প্রথমবার কাউন্সেলিং…ঠিক আছে, করলাম। পরের বার তো কাউন্সেলিং হবে না। ডিবি টীম, অন্যান্য স্পেশাল টীমকে বেলা ভাগ করে এলাকায় এলার্ট করে রাখছি।”

তিনি আরো লিখেছেন, “ফোন নাম্বার দেয়া আছে, টেক্সট পাঠালে এ্যাকশান নেয়া হচ্ছে। শান্ত হয়েছে যারা, সাধুবাদ জানাচ্ছি। বাকিরা শান্ত হয়ে যাও। যার যেখানে থাকার কথা, সেখানে থাকতে বলা হচ্ছে। তুমি যদি রাস্তার ছেলে না হও, তোমার নিশ্চয়ই একটা জায়গা আছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!