দৈনিক ফেনীর সময়

ফেনীর তিন উপজেলায় অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফেনীর তিন উপজেলায় অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা সোমবার মধ্য রাতে শেষ হয়েছে। এখন ভোটের অপেক্ষা। জেলার এ তিন উপজেলায় তৃতীয় ধাপে আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৩০টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মিলে ২৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অর্ধেকের বেশি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনের সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৪০টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৯৪ জন। দাগনভূঞা উপজেলার ৭২ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১২২ জন। সোনাগাজী উপজেলায় ৭২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯০৫ জন। আজ মঙ্গলবার দুপুর থেকে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে পুলিশ, আনসার ও নিরাপত্তাবলয়ের মাধ্যমে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো হবে।

সূত্র আরো জানায়, সদর উপজেলার ১৪০টি কেন্দ্রের মধ্যে ১৩৬টি, দাগনভূঞার ৭২টির মধ্যে ২৬টি ও সোনাগাজীর ৭২টির মধ্যে ২৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সুপার জাকির হাসান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেক কেন্দ্রে বিপুল পরিমান পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ভোটের দিন তিনটি নির্বাচনী উপজেলায় বেশ কয়েকজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!