শহর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরীক হতে ফেনীর কেন্দ্রীয় ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দানে মুসল্লীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে। সকাল যখন ৭ টা বেজে ৩০ মিনিট,তখন কানায় কানায় পূর্ণ হয়ে যায় মিজান ময়দান। জামাত শুরু হওয়ার পূর্বে ময়দান পেরিয়ে মুসল্লী ছড়িয়ে পড়ে সড়কেও। সড়কের পূর্ব পাশে তমিজিয়া মসজিদ পর্যন্ত ছড়িয়ে যায় মুসল্লীদের কাতারের সারি।

হাজারো মুসল্লীর অংশগ্রহণে ফেনীর কেন্দ্রীয় ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া ছাড়াও প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় মুনাজাতে মুসলিম উম্মাহার শান্তি কামনায় দোয়া করা হয়।