দৈনিক ফেনীর সময়

ফেনীর শহীদ মিনারে ভাষা শহীদদের ছবি অঙ্কনের উদ্যোগ

ফেনীর শহীদ মিনারে ভাষা শহীদদের ছবি অঙ্কনের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি :

বায়ান্নের ভাষা আন্দোলনের সময় উত্তাল ছিল ফেনী শহরের ট্রাংক রোড। তখনকার সময়ে ফেনী ভাষা সংগ্রাম পরিষদও গঠন হয়েছিল। ভাষার জন্য স্থানীয়ভাবে আন্দোলনের পাশাপাশি জাতীয় পর্যায়েও রয়েছে গৌরব। ভাষা আন্দোলনে শহীদদের নামের তালিকায় ফেনীর কৃতি সন্তান আবদুস সালামের নাম প্রথমসারিতে। বীরত্বগাঁথা এসব চিত্র চারু শিল্পীদের শিল্পকর্মে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে। নতুন প্রজন্মের কাছে দৃষ্টিনন্দন শহীদ মিনার উপহার দিতে এ উদ্যোগ নিয়েছেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

পৌরসভা সূত্র জানায়, স্বপন মিয়াজী মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর শহীদ মিনারকে আধুনিকায়নের উদ্যোগ নেন। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের দায়িত্ব দেয়া হয়। মূল বেদির পেছনের দেয়ালে শোভা পাবে ভাষা আন্দোলনের নানা সেøাগান, কবিতা, চিত্র আর শহীদদের ছবি। পর্যায়ক্রমে মূল মিনার সহ চারদিকে রঙ করা হবে। এজন্য পৌরসভার পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয় ৪০ লাখ টাকা।

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ফেনীর সময় কে জানান, শহীদ মিনার বাঙালি জাতির প্রেরণা। ৫২ সালে ভাষা আন্দোলনের ফেনীর ইতিহাস গৌরবের। এজন্য শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সৌন্দর্যবর্ধন করনের কাজ চলছে। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই এটি উদ্বোধন করা হবে। এর মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব ফুটে উঠবে। যারা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন তাদের স্মৃতির উদ্দেশে ফেনী পৌরসভার পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফেনীর শহীদ মিনারে সৌন্দর্যবর্ধনের কাজে যুক্ত থাকতে পেরে গর্বিত চারুকলা সংশ্লিষ্টরা। নির্মাণের দায়িত্বে নিয়োজিত আরএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আর্কিটেক্ট ফরহাদ উল্যাহ ফাহিম ফেনীর সময় কে বলেন, নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ফেনী পৌরসভার পক্ষ থেকে শহীদ মিনারে সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী আর্কিটেক্ট সাজিদ মোহাম্মদ ইসরাকের তত্ত্বাবধানে শহীদ মিনার নবরূপে সাজানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!