দৈনিক ফেনীর সময়

ফেনীর সময় এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৯ গুনীকে শিক্ষা সম্মাননা

ফেনীর সময় এর প্রতিষ্ঠাবার্ষিকীতে  ৯ গুনীকে শিক্ষা সম্মাননা

নিজস্ব প্রতিনিধি :

এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাঁদের বিশেষ ভূমিকা রয়েছে সেইসব শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ৯ গুনী ব্যক্তিদের ‘শিক্ষা সম্মাননা-২০২৩’ প্রদান করেছে দৈনিক ফেনীর সময়। অনুষ্ঠানে তাঁদের সম্মাননা সূচক ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা: তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, বিএমএ সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ফেনী রিপোর্টার্স ইউনিটি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি ও সময় টিভি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএসআর মাসুদ রানা, জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, জেলা পরিষদ সদস্য নুরুল আবছার আপন, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি ও পৌর কাউন্সিলর হারুন উর রশিদ মজুমদার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের ভূঞা, আসাদুজ্জামান দারা ও আজাদ মালদার, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ, আরএম আরিফুর রহমান ও এসএম ইউসুফ আলী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জহিরুল হক মিলু, এনামুল হক পাটোয়ারী ও আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ছিদ্দিক আল মামুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক নুরুল হাদী ওয়াসিম ও সাইফুদ্দিন আহমেদ জিতু, দাগনভূঞা আজিজিয়া মাদরাসার সভাপতি নুরুল হুদা হুদন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক অনীল নাথ, নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট রাশেদ মাযহার, নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, এফ রহমান এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক, ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিক, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: এম এ মাজেদ প্রমুখ অংশ নেন।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফেনী সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডিএ বিলকিস আরা চৌধুরী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

অপরাপর সম্মাননাপ্রাপ্তরা হলেন- আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম (মরনোত্তর), ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমদ (মরনোত্তর), ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও আমৃত্যু সভাপতি কামাল হাসান চৌধুরী (মরনোত্তর), সোনাগাজীর আমিরাবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (মরনোত্তর), ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজ ও নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুন নেওয়াজ সেলিম ও দাগনভূঞার সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী ছাঈদুর রহমান (মরনোত্তর)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!