নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, সাম্প্রতিক সময়ে বিএনপি অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। জামাত-বিএনপি সুন্দরকে কখনো সুন্দর বলেনা। তারা সুন্দরকে কীভাবে অসুন্দর করতে হয় সেই কাজে লিপ্ত থাকে। জনগনের ক্ষতি হয় এমন কোন কাজ তাদের করতে দেয়া যাবেনা। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামী এক বছর আওয়ামীলীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ৫টি বছর ফেনীর মানুষকে নিয়ে সুন্দরভাবে থাকা যাবে। আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
বুধবার বিকালে পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের দলীয় অস্থায়ী কার্যালয়ে ফেনী জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্র্প্তা সভাপতি পিপি হাফেজ আহম্মদ সভাপতিত্ব করেন। দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার, খায়রুর বাশার মজুমদার তপন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বি.কম, পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
আরো বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা সভাপতি অধ্যাপক মফিজুল হক, দাগনভূঞা উপজেলা সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, ছাগলনাইয়া উপজেলা সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা সভাপতি আবদুল আলিম মজুমদার, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, কৃষক লীগ সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটার, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জিয়াউল হক, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, যুব মহিলা লীগ সভাপতি হাসিনা আক্তার নিঝুম, ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু প্রমুখ।
সভায় ৫ আগস্ট জাতির জনকের পুত্র শেখ কামাল, ৮ আগস্ট স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের জন্মদিন, ১৩ আগস্ট ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রহমান বি.কম এর প্রথম মৃত্যুবার্ষিকী, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস জেলাব্যাপী ব্যাপক আকারে পালনের সিদ্ধান্ত হয়। এজন্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার আলী হায়দারকে আহবায়ক ও দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকারকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়।